loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ফোর-জি’র লাইসেন্স পেতে আবেদন করেছে ৫ অপারেটর


ফোর-জি’র লাইসেন্স পেতে আবেদন করেছে ৫ অপারেটর

চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযােগ এবং ইন্টারনেট সেবার জন্য পাঁচটি মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর আবেদন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি ড. শাহজাহান মাহমুদ একথা জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ফোর-জি সেবা দেওয়ার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল) লি., বাংলালিংক, গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড আবেদন জমা দিয়েছে। আর তরঙ্গ নিলামের জন্য বাংলালিংক, গ্রামীণফোন, রবি ও সিটিসেল আবেদন করেছে।

সিটিসেলের নিলামে অংশগ্রহণের বিষয়ে বিটিআরসি জানিয়েছে, এই কোম্পানিটি সরকারের বেশিরভাগ বকেয়া পরিশােধ করেছে। তরঙ্গ গ্রহণের পর তাদেরকে ফোর-জি লাইসেন্স নিতে হবে।

আগামী মার্চের মধ্যে ফোর-জি সেবা চালু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন  ড. শাহজাহান।

ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের জন্য আবেদন আহ্বান করে গত ৪ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৫ জানুয়ারি যোগ্য আবেদনকারীর তালিকা প্রকাশের পর ১৩ ফেব্রুয়ারি নিলাম এবং ১৪ ফেব্রুয়ারি নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীর নাম ঘোষণা করবে বিটিআরসি।

Loading...