loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই


সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই

বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে অসুস্থ বােধ করলে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬0 বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ঐ রাত ডাকে ঐ চাঁদ ডাকে’-- এ রকম আরও অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। ‘শাম্মী’ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। সেই থেকে শামীমা শাম্মী নাম নিয়ে চলেছেন।

শাম্মী আক্তার ১৯৫৭ সালের ২২ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। মাত্র ছয় বছর বয়সে বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে তার সঙ্গীতে হাতে খড়ি। বাবা শামসুল করিমের সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে তাঁকে নানা ওস্তাদের কাছে গানে তালিম নিতে হয়। চলচ্চিত্রের গানে তাঁর যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা তাকে এ- চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ করে দেন। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তার গাওয়া ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে..’ গানটি।

চলচ্চিত্রের গানে সাফল্য তাকে দ্রুত শ্রোতাদের কাছে নিয়ে যায়। শাম্মী আক্তার তিন শতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না..’ গানের জন্য ২০১০ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

তাঁর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘আমি তোমার বধূ..’, ‘মনে বড় আশা ছিল..’, ‘আমি যেমন আছি..’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা..’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে..’, ‘বাংলার মাটি..’, ‘বিদেশ গিয়ে..’, ‘সইতে পারি না..’, ‘ঝিলমিল..’, ‘আমার মনের বেদনা..’, ‘ফুলে ফুলে বাসা..’ উল্লেখযোগ্য।

তিনি ১৯৭০ সালে খুলনা বেতারে তালিকাভুক্ত হন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান এবং সে সময় থেকেই নিয়মিত বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গাইতে শুরু করেন।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ২০১৭ সালের অক্টোবরে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ তাঁর চিকিৎসার্থে সহায়তা চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।

বুধবার (১৭ জানুয়ারি) বাদ জোহর শাম্মী আক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

Loading...