loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

এশিয়ান ইয়ুথ গেমসে বাংলাদেশ


এশিয়ান ইয়ুথ গেমসে বাংলাদেশ

আগামী ১৮ আগস্ট থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ১৪টি ডিসিপ্লিনকে চূড়ান্ত করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। চীনের নানজিংয়ে ১৬ থেকে ২৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান ইয়ুথ গেমস। গেমসের ১৬টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ ৮টি ডিসিপ্লিনে অংশ নেবে। ডিসিপ্লিনগুলো হলো - অ্যাথলেটিক্স, সাঁতার, বাস্কেটবল, শুটিং, গলফ, ভারোত্তোলন, ব্যাডমিন্টন ও তায়েকোয়ানডো। বাংলাদেশ দলে অ্যাথলেট ১৯ জন এবং কর্মকর্তা রয়েছেন ১০ জন। ১৯ মধ্যে ১১ জন ছেলে ও ৮ জন মেয়ে অ্যাথলেট রয়েছেন। গেমসে অংশ নিতে ১৪ অগাস্ট রওয়ানা হবে দলটি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

১০০ মিটার স্পিন্টে অংশ নিবেন বাংলাদেশের দুই এ্যাথলেট আশিক কুমার হাওলাদার ও আইরিন আক্তার। এই ডিসিপ্লিনে কোচ হিসেবে যাচ্ছেন ইকবাল হোসেন। ১০ মিটার এয়ার রাইফেল ছেলে ও মেয়ে দু'বিভাগে অংশ নেবে বাংলাদেশ। শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী সভায় এ-সিদ্ধান্ত নেয়া হয়।

Loading...