loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বসন্ত এসেছে...


বসন্ত এসেছে...

‘‘ফুল ফুটুক আর নাই ফুটুক/আজ বসন্ত…।’’ কবি সুভাষ মুখোপাধ্যায়ের পঙক্তিটিই আজ বসন্ত-সংগীতে রুপ নিয়েছে। শীত শেষে শুরু হলো প্রকৃতি ও জীবনে বর্ণচ্ছটা ছড়িয়ে দেওয়ার ঋতু বসন্ত। আজ বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন। প্রতি বছরের মতো আজ বাসন্তী ও হলুদের বাতাবরণে বসন্তকে বরণ করে নেবে তারুণ্য। আজ পলাশ, শিমুলের লাল ফুলে রঙিন হয়ে উঠবে বসন্ত-বরণ। ফুলের দেশ জেগে উঠবে আবার। আর এ-আগমনী বার্তা নিয়েই এসেছে ফাল্গুন। এ ফাল্গুনেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল।

বাংলায় বসন্ত উৎসব শুরুর একটা ইতিহাস আছে, যা অনেকের অজানা। মোগল সম্রাট আকবর প্রথম বাংলা বর্ষ বা বঙ্গাব্দ গণনা শুরু করেন ১৫৮৫ সালে। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। তখন অবশ্য ঋতুর নাম এবং উৎসবের ধরনটা এখনকার মতো ছিলো না। কিন্তু অন্য ঋতুর চেয়ে এই ঋতুকে পালন করা হতো আলাদাভাবে। তাই পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব কেবল উৎসবে মেতে ওঠার সময় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য, বাঙালিসত্তা। সে-ঐতিহ্যের ইতিহাসকে ধরে রাখতে পারলেই বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম ছড়িয়ে দিতে পারবে বাঙালি চেতনাকে। 

বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়। বরাবরের মতাে এবারও রাজধানীতে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ। ‘এসো মিলি প্রাণের উৎসবে’-- এই স্লোগান ধারণ করে সকালে চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসঙ্গীতের সুর মূর্ছনা দিয়ে শুরু হয়েছে এই উৎসব। সকালের পর্ব চলবে সাড়ে ৯টা পর্যন্ত। এরপর আবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে চারুকলার বকুলতলা, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর এবং উত্তরার ৩নং সেক্টরের রবীন্দ্র সরণির উন্মুক্ত মঞ্চে।

এ-উৎসবে থাকবে যন্ত্রসঙ্গীত, বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী, আবির বিনিময়, আবৃত্তি ও নৃত্য। দেশের বরেণ্য শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বসন্ত কথন পর্বে অংশ নেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ববৃন্দ। বসন্ত উৎসবের নানা আয়োজন সরাসরি সম্প্রচার হয় দেশের কয়েকটি টিভি চ্যানেলে।

শিল্পকলা একাডেমি আয়োজন করেছে তিন দিনের বসন্ত উৎসব। আজ সকাল ১০টায় এ উৎসব শুরু হয়েছে নন্দন মঞ্চে। পাশাপাশি অমর একুশে গ্রন্থমেলা রাঙিয়ে উঠবে বাসন্তী রঙে। রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেন, চারুকলার পেছনের সবুজ প্রাঙ্গণে ঘুরতে বেরুবে রাজধানীবাসী। আজ ঘরকুণো মানুষটিও হয়তো ঘর ছেড়ে বের হবেন। পলাশ-শিমুলের রঙে রাঙিয়ে নেবেন মন। হয়তো বসন্তের বিকেলটা বা সন্ধ্যাটা প্রিয় মানুষটির সঙ্গে কাটিয়ে হবেন পরমসুখী।

Loading...