loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ফেসবুক-গুগলে বিজ্ঞাপন দেয়া বন্ধের হুমকি ইউনিলিভারের


ফেসবুক-গুগলে বিজ্ঞাপন দেয়া বন্ধের হুমকি ইউনিলিভারের

ফেসবুক, গুগল ও টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে ভুয়া খবর, বর্ণবাদ, লিঙ্গবৈষম্য ও জঙ্গিবাদ নির্মূল করতে না পারলে সেগুলোতে বিজ্ঞাপন দেয়া বন্ধ করার হুমকি দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। প্রতিষ্ঠানটি ফেসবুক ও গুগলের বিরুদ্ধে সমাজে বিভাজন তৈরি ও শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ তুলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ-খবর জানিয়েছে।

সমাজে বিভাজন সৃষ্টি এবং শিশুদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে এই হুমকি দিয়েছে তারা। কোম্পানিটি বলছে, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের চরম আস্থাহীনতায় রয়েছে। ডাভ সাবানের একটি বিজ্ঞাপন বর্ণবাদী বলে গত বছর ইন্টারনেটে সামাজিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনায় পড়েছিল খোদ ইউনিলিভার। যেজন্য ক্ষমাও চাইতে হয়েছিল তাদের।বর্তমানে বিশ্বের অনলাইন বিজ্ঞাপনের বিশাল অংশই গুগল ও ফেইসবুকের দখলে। ইউনিলিভারের হুমকির বিষয়ে গুগল কিংবা ফেইসবুকের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউনিলিভার ইতোমধ্যে সংস্থার সামগ্রিক খরচ কমানোর অংশ হিসেবে বিজ্ঞাপন খরচ কমিয়েছে। তারা অনেক বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করাও বন্ধ করে দিয়েছে। ই-মার্কেটিং বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ২০১৭ সালে গুগল ও ফেসবুক ডিজিটাল প্লাটফর্মে দেওয়া বিজ্ঞাপনের প্রায় অর্ধেক আয় করেছে। আর যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ ডিজিটাল বিজ্ঞাপন দখলে রেখেছে প্রতিষ্ঠান দুটি।

Loading...