loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বাংলাদেশে এপসন-এর পরিবেশক এক্সেল টেকনোলজিস


বাংলাদেশে এপসন-এর পরিবেশক এক্সেল টেকনোলজিস

প্রিন্টার ও প্রজেক্টর শিল্পের শীর্ষস্থানীয় জাপানী কোম্পানি এপসন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তাদের পরিবেশক হিসেবে এক্সেল টেকনোলজিস লি. এর নাম ঘোষণা করেছে। আইটি হার্ডওয়্যার সলিউশনস কোম্পানি এক্সেল টেকনোলজিস লি. এখন থেকে বাংলাদেশে এপসন-এর সরবরাহকারী হিসেবে কাজ করবে। এ-বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, এক্সেল টেকনোলজিস লি. এপসন প্রিন্টার ও প্রজেক্টর সরবরাহের পাশাপাশি দেশে এপসন পণ্যের সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপসন ইন্ডিয়া প্রাইভেট লি. এর প্রেসিডেন্ট এবং সিইও টশিউকি কাসাই এপসন-এর পক্ষে বক্তব্য রাখেন। এপসন ইন্ডিয়া প্রা. লি. এর ভাইস প্রেসিডেন্ট সামবামুরথি, ইপসন ইন্ডিয়া প্রা. লি. এর পরিচালক সত্যজিৎ সাৎপাথি, এপসন ইন্ডিয়া প্রা.লি. এর বিক্রয় ও বিপণন বিভাগের এক্সিকিউটিভ মি. সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। এপসন-এর বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে আলোকপাত করেন বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের জোনাল হেড তন্ময় চক্রবর্তী।

এক্সেল টেকনোলজিস লি. এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এক্সেল-এর পরিচালক ভিরেন্দ্র নাথ অধিকারী, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মাসুদ হোসেন, কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রোডাক্ট ম্যানেজার আশিক উল ইসলামসহ এক্সেল টেকনোলজিস লি. এর অনেকেই এ-সময় উপস্থিত ছিলেন।

এক্সেল টেকনোলজিস-এর সঙ্গে এই চুক্তির ফলে এপসন বাংলাদেশে তাদের পণ্য আরো বেশি সরবরাহ করতে পারবে। এপসন ইতোমধ্যে বিক্রয় ও বিপণনের কৌশলের প্রতি জোর দিয়েছে। কােম্পানিটি পণ্য খুচরা বিক্রিতে আকর্ষণীয় মূল্য নির্ধারণের মাধ্যমে ক্রেতাদের উৎসাহিত করার চেষ্টা করছে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...