loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইয়াং বাংলার আয়োজনে ‘জয় বাংলা কনসার্ট’


ইয়াং বাংলার আয়োজনে ‘জয় বাংলা কনসার্ট’

আগামী ৭ মার্চ রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। আয়োজন করেছে ইয়াং বাংলা। জানা গেছে, এবার কনসার্টে দেশের তরুণ প্রজন্মের আটটি ব্যান্ড অংশ নেবে। ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, পাওয়ারসার্জ, লালন, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য ও নেমেসিস। ইয়াং বাংলা’র আয়োজনে এবারের কনসার্টে পুরনো ব্যান্ডের উপস্থিতি নেই একেবারেই।

আয়োজক সূত্রে জানা গেছে, ৭ মার্চ কনসার্টের গেট খোলা হবে বিকাল ৪টায়, চলবে রাত ১১টা পর্যন্ত। যেখানে ব্যান্ডগুলো তাদের নিজস্ব গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেশ কিছু গান নিজেদের মতো করে পরিবেশন করার কথা রয়েছে।

কনসার্টে ব্যান্ডগুলো তাদের নিজস্ব গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেশ কিছু গান পরিবেশন করবে।

২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Loading...