loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নভোএয়ার ও কমার্শিয়াল ব্যাংক অফ সিলন-এর চুক্তি


নভোএয়ার ও কমার্শিয়াল ব্যাংক অফ সিলন-এর চুক্তি

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার-এর সাথে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি-এর  একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি-এর  প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

নভোএয়ার-এর হেড অফ মার্কেটিং এন্ড সেলস জনাব মেজবাউল ইসলাম ও কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি-এর চিফ অপারেটিং অফিসার জনাব নাজিথ মিওয়াঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি-এর  ক্রেডিট কার্ড গ্রাহকরা ৬ মাসের সহজ মাসিক কিস্তিতে নভোএয়ার এর বিভিন্ন প্যাকেজে ভ্রমণের সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নভোএয়ার-এর সিনিয়র ম্যানেজার মার্কেটিং এন্ড সেলস জনাব একেএম মাহফুজুল আলম ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রমণ পিপাসুরা নভোএয়ার-এ ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কক্সবাজারে প্রতি জন সর্বনিম্ন ১,৭৭৭ টাকা ও কলকাতায় সর্বনিম্ন ২,৭৭৭ টাকার মাসিক কিস্তিতে প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। ১লা এপ্রিল থেকে রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট করবে নভোএয়ার।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ১৩৬০৩ অথবা ভিজিট করুন: www.flynovoair.com          

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...