loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ম্যান ইউনাইটেড ছাড়ছেন ইব্রাহিমোভিচ!


ম্যান ইউনাইটেড ছাড়ছেন ইব্রাহিমোভিচ!

চলতি মৌসুমের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন সুইডিশ তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ --  শুক্রবার (২ মার্চ) এমন ইঙ্গিতই দিয়েছেন ক্লাবের ম্যানেজার হোসে মরিনহো। ৩৬ বছর বয়সী ইব্রা ২০১৬ সালে ম্যান ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ঐ বছরের পরেই তাঁর সাথে রেড ডেভিলসের চুক্তি শেষ হয়ে যায়। বৃটিশ গণমাধ্যম বলছে, মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। এদিকে মরিনহো বলেছেন ইব্রাহিমোভিচ মে মাসে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে পারেন। তবে এই তারকা ক্যারিয়ার শেষের কথা ভাবছেন কি-না এ-সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এমনও হতে পারে ভিন্ন কোন লিগে নতুন কোন চ্যালেঞ্জের সন্ধানে রয়েছে এই ফরোয়ার্ড।

মরিনহো বলেছেন, ‘‘ইব্রার জন্য আমি মনে করি এই মৌসুমটাই ইউনাইটেডে শেষ মৌসুম হওয়া উচিত। তবে খেলা চালিয়ে যাওয়া না যাওয়া একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি ক্যারিয়ারের এই মুহূর্তে এসে সে সঠিক পথই বেছে নিবে। গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ ক্যারিয়ারের এই অসাধারণ খেলোয়াড়ের পিছু ছাড়েনি ইনজুরি। এর বাইরে গত দুই বছর সে আমাদের সাথে চমৎকার সময় কাটিয়েছে।’’

এর আগে বৃহস্পতিবার ইব্রাহিমোভিচ বলেছিলেন তার জন্য বিশ্বকাপের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। গত ডিসেম্বরে প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে প্রথম ৪৫ মিনিট খেলার পরে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়ে তাঁর আর এ-পর্যন্ত মাঠে নামা হয়নি। গত মৌসুমে ৪৬ ম্যাচে ২৮ গোল করে ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইব্রা। তার কল্যাণেই ইউনাইটেড লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা জিতেছিল।

মরিনহো বলেন, এই মৌসুমটা তার জন্য সম্পূর্ণ ভিন্ন। সে ইনজুরি আক্রান্ত ছিল না। এই মুহূর্তে তার যা অবস্থা তাতে সে দলের জন্য শতভাগ দিতে পারবেনা। কিন্তু তারপরেও সে নিজেকে ম্যাচ খেলার জন্য ফিট দাবী করে আসছে। এ-কারণেই সে দারুন পরিশ্রম করছে। আশা করছি তাঁর এই পরিশ্রম বিফলে যাবেনা।

ইব্রাহিমোভিচ ছাড়াও চলতি মৌসুমের শেষে ইউনাইটেডের আরেক তারকা মারোনে ফেলাইনির সাথে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাবে। কিন্তু ফেলাইনি ক্লাবের সাথে নিজের চুক্তি আরো দীর্ঘায়িত করবেন বলে মরিনহোর বিশ্বাস। ৩০ বছর বয়সী এই বেলজিয়াম সর্বশেষ গত ৩০ জানুয়ারি ওয়েম্বলিতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে নেমেছিলেন। কিন্তু তিনিও হাঁটুর আঘাতের কারণে মাঠ থেকে ছিটকে পড়েন।

মরিনহো অবশ্য বলেছেন, ফেলাইনির ঘটনাটি ভিন্ন। সে এখনো বয়সে তরুণ, এই ধরনের আঘাতে সামান্য একটি অস্ত্রোপচারের মাধ্যমেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে। আশা করা হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে সে মাঠে নামবে।

ম্যানচেস্টার সিটির থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে ইউনাইটেড বর্তমানে প্রিমিয়ার লিগে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী সোমবার (৫ মার্চ) লিগের পরবর্তী ম্যাচে ইউনাইটেড ক্রিস্টাল প্যালেস সফরে যাবে।

Loading...