loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

মুহম্মদ জাফর ইকবাল এখন শঙ্কামুক্ত


মুহম্মদ জাফর ইকবাল এখন শঙ্কামুক্ত

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শনিবার (৩ মার্চ) বিকেলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি বিভাগের দু’দিনব্যাপী উৎসবের শেষ দিনে তিনি বক্তৃতা করছিলেন। বক্তৃতা শেষে আইসিটি ভবনে ফেরার পথে পেছন থেকে দুর্বৃৃত্তরা তার মাথায় ছুরিকাঘাত করে।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রকাশ্যে আক্রমণের শিকার হয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। মাথায় চার জায়গায় আঘাতের পাশাপাশি বাঁ হাত ও পিঠে ছুরির জখম হয়েছে তাঁর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

হামলার পর অধ্যাপক জাফর ইকবালকে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের পর রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জাফর ইকবালের উপর হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হামলার পরপরই হামলাকারী এক তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা। ওই তরুণ মাদ্রাসাছাত্র বলে নিজের পরিচয় দিয়েছেন। জঙ্গিদের হামলার অন্যতম লক্ষ্য জাফর ইকবাল কয়েক বছর ধরে পুলিশ পাহারা পেয়ে আসছেন। এরপরও তাঁর উপর এই হামলা হলাে।

হামলার পর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

Loading...