loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

কিস্তিতে কেনা যাবে ডিসিএল এর নতুন ল্যাপটপ


কিস্তিতে কেনা যাবে ডিসিএল এর নতুন ল্যাপটপ

বাংলাদেশের বাজারে দুটি নতুন মডেলের ল্যাপটপ ছেড়েছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিঃ। এক্সফোর মডেলের একটি কোর আই থ্রি এবং অন্যটি কোর আই ফাইভ ল্যাপটপ। এগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন সুদ ছাড়াই ছয় মাসের কিস্তিতে (ইএমআই) কেনা যাবে। সম্প্রতি ড্যাফোডিল কম্পিউটার্স লিঃ এর প্রধান কার্যালয়ে এই ল্যাপটপগুলোর বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ডিজিএম জাফর এ পাটওয়ারী, মোবাইল বিজনেস প্রধান তৌফিকুল ইসলাম ও বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার জিয়াউল হুদা হিমেল।

ল্যাপটপগুলোতে রয়েছে ১৪ ইঞ্চি এফ এইচ ডি ডিসপ্লে যা ১৮০ ডিগ্রী পর্যন্ত ভাঁজ করা যায়।  ফোর জিবি ডিডিআরফোর র‌্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড সহ কোরআই থ্রি ল্যাপটপ-এর বাজার মূল্য ৩৫ হাজার ৯০০ টাকা আর কোরআই ফাইভ ল্যাপটপটির দাম ৪৩ হাজার ৯০০ টাকা।

মেটালিক কাভার ও কনফিগারেশনের এই ল্যাপটপগুলোতে ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ রয়েছে তিন বছরের সেবা (বিনামূল্যে)।

জাফর এ পাটওয়ারী বলেন, নতুন এই ল্যাপটপগুলো স্লিম ডিজাইন ও মজবুত করে তৈরি করা হয়েছে এবং রয়েছে চমৎকার কুলিং সিস্টেম যা ল্যাপটপকে ঠান্ডা রাখবে ও টেকসই করবে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...