loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আসছে নকিয়ার পাঁচটি নতুন ফোন


আসছে নকিয়ার পাঁচটি নতুন ফোন

নকিয়া মোবাইল ফোন বাজারজাতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল সম্প্রতি একটি ক্ল্যাসিক ফিচার ফোনসহ পাঁচটি নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে। ক্রেতারা নকিয়ার কাছ থেকে যেরকম মোবাইল ফোন আশা করেন, এবারও ঠিক সেই রকম স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত ডিজাইন, দৃষ্টিনন্দন ও টেকসই মানের এসব ফোন নিয়ে আসবে নকিয়া।

নতুন মোবাইল ফোনগুলোর মধ্যে তিনটি স্মার্টফোন, যথাক্রমে নকিয়া ৮ সিরোকো, নকিয়া ৭ প্লাস ও নকিয়া ৬ হচ্ছে নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ওয়ান ফ্যামিলি  সিরিজের  ফোন। গুগলের নকশায় তৈরি এই তিনটি ফোনে রয়েছে উচ্চ মানসম্পন্ন সফটওয়্যার। এর মধ্যে নকিয়া ৮ সিরোকো ক্রেতাদের কাছে আল্ট্রা কমপ্যাক্ট পাওয়ার হাউস হিসেবে, নকিয়া ৭ প্লাস সবার কাছে ফ্ল্যাগশিপ হিরো হিসেবে সমাদৃত হবে বলে আশা করা হচ্ছে।

নতুন নকিয়া ৬ হচ্ছে নকিয়ার পুরস্কারপ্রাপ্ত ফোন, যেটি আগের সংস্করণের তুলনায় অনেক বেশি উন্নত। এই ফোনগুলোর প্রতিটিই হলো সময়োপযোগী, সর্বাধুনিক উদ্ভাবনী সুবিধাসম্পন্ন। এসব ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে গুগলের কাছ থেকে সর্বোচ্চ মানের প্রযুক্তিগত নিরাপত্তা পাওয়া  যাবে।

এই ফোনগুলোতে অপ্রয়োজনীয় বা গোপন কোনো কিছু নেই, যা ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে ফেলে কিংবা গতি কমিয়ে দেয়। এর ফলে ক্রেতারা দীর্ঘ সময় ধরেই নকিয়ার নতুন তিনটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবেন। এই তিনটি নতুন অ্যান্ড্রয়েড ফোনে সীমিত সংখ্যক অ্যাপ ইনস্টল করা আছে। ফলে এগুলোর স্টোরেজে ক্রেতারা প্রচুর খালি জায়গা পাবেন। ফলে তাঁরা প্রতিদিনই নিজেদের পছন্দ অনুযায়ী নিত্যনতুন অ্যাপস বা অন্য কিছু ইনস্টল করার সুবিধা পাবেন।

নকিয়া ১ হচ্ছে সহজলভ্য প্রযুক্তিগত সুবিধাযুক্ত ফোন। এতে রয়েছে একটি আদর্শ স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় সব গুণমান ও সুযোগ-সুবিধা, যা বিশ্বজুড়ে নকিয়ার প্রতিটি হ্যান্ডসেটে পাওয়ার আশা করেন ক্রেতারা। অ্যান্ড্রয়েড ওরিও ভার্সনের এই মোবাইল ফোন বিশ্বের আরো অনেক মানুষকে প্রযুক্তি ব্যবহারের সুবিধা এনে দেবে। নকিয়া ১ মোবাইল ফোন সেটটি স্বচ্ছন্দ-ব্যবহারের উপযোগী করে তৈরি। এটি ব্যবহারে গুগল প্লে স্টোরে প্রবেশের সম্পূর্ণ সুযোগ পাওয়া যাবে। সেই সাথে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ওরিও ভার্সনের সুবিধা থাকায় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো তাঁদের পছন্দের অ্যাপসগুলো ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের সুবিধাও নেওয়া যাবে এই ফোন সেটটির মাধ্যমে।  

এই অ্যান্ড্রয়েড মোবাইল সেট ছাড়াও নকিয়া আবার বাজারে নিয়ে এসেছে নকিয়া ৮১১০ ফিচার ফোন। তবে এই স্লাইডার ফোনটি পুনরায় বাজারে ফিরে এসেছে নতুন কিছু সুবিধাসহ। উচ্চ মানসম্পন্ন নকিয়া হ্যান্ডসেটের ভক্তরা এই ফোনে ফোর জি সংযোগ পাওয়ার সুবিধাসহ গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ম্যাপ, গুগল সার্চ, ফেসবুক ও টুইটারের মতো অ্যাপসগুলো ব্যবহারের সুযোগ পাবেন।

ভোক্তাদের স্মার্ট, নিরাপদ এবং অত্যাধুনিক মোবাইল ফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে নকিয়া ফোনের প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল প্রতিশ্রতিবদ্ধ। সে অনুযায়ী এইচএমডি গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের বৈশ্বিক অংশীদার হিসেবে প্রয়োজনীয় সব সুবিধাসম্পন্ন মোবাইল ডিভাইস নিয়ে আসার ঘোষণা দিয়েছে। নকিয়া তার বৈশ্বিক কর্মসূচির আওতায় স্মার্ট, নিরাপদ এবং অত্যাধুনিক মোবাইল ফোন বাজারজাতকরণে অঙ্গীকারবদ্ধ।  

অ্যান্ড্রয়েড ওরিও সুবিধা থাকায় নকিয়ার নতুন মোবাইল ফোনগুলোর ব্যবহারকারীরা একই সাথে নানা ধরনের কাজ করার জন্য পিকচার-ইন-পিকচার, তাৎক্ষণিক অ্যান্ড্রয়েড অ্যাপস, নির্বিঘ্নে অ্যাপস ব্যবহার, ৬০টি নতুন ইমোজি, টেকসই ব্যাটারি এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপসহ সর্বাধুনিক সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।  

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...