loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সেরা অভিনেতা ওল্ডম্যান, অভিনেত্রী ম্যাকডোম্যান্ড


সেরা অভিনেতা ওল্ডম্যান, অভিনেত্রী ম্যাকডোম্যান্ড

গ্যারি ওল্ডম্যান তাঁর অভিনীত ছবি ‘ডার্কেস্ট আওয়ার’ এর জন্য এবারের অস্কারে সেরা অভিনেতা হয়েছেন। এ-বছর দ্বিতীয়বার অস্কারে মনোনয়ন পান তিনি। এবারের অস্কারে সেরা নায়িকা হলেন আসরে সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড। ছবির নাম ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’।

অস্কার অনুষ্ঠানকে ঘিরে বিশ্বের সব জনপ্রিয় তারকারা এসেছেন ডলবি থিয়েটারে। জমকালো এই অনুষ্ঠান যেন হয়ে উঠেছে বিশ্বতারকাদের মিলনমেলা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ৫ মার্চ ভোরে বসেছিলো ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পেরেছেন।

Loading...