loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শীঘ্রই ‘টার্মিনেটর ৬’ এর কাজ শুরু করবেন শোয়ার্জনেগার


শীঘ্রই ‘টার্মিনেটর ৬’ এর কাজ শুরু করবেন শোয়ার্জনেগার

টার্মিনেটর মানেই সেই মাচো ম্যান আর্নল্ড শোয়ার্জনেগার। আজকালকার মতো উন্নত ভিএফএক্স সুবিধা যখন ছিল না, সেই আমলে টার্মিনেটরের মতো রোবটের চরিত্রে অভিনয় করেছিলেন শোয়ার্জনেগার।   এক এক করে পাঁচটি কিস্তি হয়েছে টার্মিনেটর সিরিজের। এবার শুরু হচ্ছে ষষ্ঠ কিস্তির কাজ। এবারো টার্মিনেটরের ভূমিকায় হাজির হবেন শোয়ার্জনেগার।

যদিও গত বছরের এই সিরিজের ছবি ‘টার্মিনেটর জেনিসিস’ ভালো ব্যবসা করতে পারেনি। সেই ছবিতে শোয়ার্জনেগারের সঙ্গে আরো ছিলেন জেসন ক্লার্ক, এমিলিয়া ক্লার্ক ও জে কার্টেনি। 

শোয়ার্জনেগার বলেন, ‘‘আমরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময়েরমধ্যেই ‘টার্মিনেটর ৬’ এর শুটিং শুরু করব। আমি আছি এতে।’ তিনি আরও বলেন, ‘আমি এবার টি-৮০০ মডেল হিসেবে পর্দায় ফিরে আসব। টিম মিলার পরিচালক হিসেবে থাকছেন। আর জিম ক্যামেরুন থাকছেন পুরো বিষয়ের সুপারভাইজার হিসেবে।’’

এদিকে ‘টুইন’ এর সিক্যুয়েল ‘ট্রিপলেট’ এর স্ক্রিপ্ট লেখার কাজও চলছে। শোয়ার্জনেগার জানান, ‘কিং কোনান’ এর কাহিনীও লেখা হচ্ছে। এদিকে আগস্টে ‘এক্সপান্ডেবলস ৪’ এর শুটিংও শুরু করবেন আর্নল্ড।

Loading...