loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

শিরোপা জয়ের আরও কাছে ম্যান সিটি


শিরোপা জয়ের আরও কাছে ম্যান সিটি

আরও একটি দুর্দান্ত জয় পেলো ম্যানচেস্টার সিটি। সোমবার (১২ মার্চ) ডেভিড সিলভার জোড়া গোলে স্টোক সিটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল ম্যান সিটি।

প্রিমিয়ার লিগে আরও আটটি ম্যাচ খেলতে হবে ম্যান সিটিকে। আট ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেই শিরোপা উৎসবে মাতবে দলটি। পরের দুই ম্যাচ এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতলেও শিরোপা অনেকটাই নিশ্চিত হবে তাদের ।

এদিন অবনমন অঞ্চলে থাকা স্টোকের মাঠ বেট৩৬৫ স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় ম্যান সিটি। যেখানে ম্যাচের ১০ মিনিটেই রাহিম স্টারলিংয়ের পাস থেকে দলকে এগিয়ে দেন সিলভা। আর দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় জোড়া গোল পূর্ণ করে জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ তারকা।

শিরোপার কাছে চলে যাওয়া ম্যানচেস্টার সিটি ৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১। লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৪ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৮।

Loading...