loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

টটেনহ্যামকে বড় জয় উপহার দিলেন সন


টটেনহ্যামকে বড় জয় উপহার দিলেন সন

হ্যারি কেইনের অনুপস্থিতি কোনভাবেই বুঝতে দেননি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রাখা এই ইংলিশ তারকার সতীর্থরা। রোববার (১১ মার্চ) গোঁড়ালির ব্যথার কারণে মাঠ থেকে বেরিয়া যাওয়া কেইনবিহীন টটেনহ্যাম হটস্পারকে বড় জয় উপহার দিয়েছেন সন, ডেলে আলিরা। বোর্নমাউথের বিপক্ষে দক্ষিণ কোরিয়ান তারকা স্ট্রাইকার সন হেয়াং-মিনের জোড়া গোলে স্পারসরা জিতেছে ৪-১ গোলে। এই নিয়ে চার ম্যাচে সাত গোল করলেন সন।

ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে জুনিয়র স্টানিসলাসের গোলে ঘরের মাঠ ভিটালিটি স্টেডিয়ামে এগিয়ে গিয়েছিল বোর্নমাউথ। কিন্তু ৩৪ মিনিটে কেইনের মাঠ ত্যাগের পরের মিনিটেই টটেনহ্যামকে সমতায় ফেরান ডেলে আলি। এর পরপরই ম্যাচের নায়কে পরিণত হন সন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে এই দক্ষিণ কোরিয়ান দলকে এগিয়ে দেন ও ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। অতিরিক্ত সময়ে সার্জি অরিয়ারের হেডে বড় জয় নিশ্চিত হয় মরিসিও পোচেত্তিনোর দলের।

চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের কাছে পরাজিত হয়ে বিদায় নেওয়া টটেনহ্যাম এই জয়ে লিভারপুলকে এক পয়েন্টে পিছনে ফেলে প্রিমিয়ার লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে।

ম্যাচে জয়ী হলেও দলের সুপারস্টার কেইনের মাঠত্যাগ পোচেত্তিনোকে ভাবিয়ে তুলেছে। গত মৌসুমে একই কারণে দু’বার কেইনকে হারাতে হয়েছিল। আগামী শনিবার এফএ কাপে সোয়ানসি সিটি ভ্রমণে যাওয়ার পরে ১১ এপ্রিল চেলসির বিপক্ষে ম্যাচের আগে স্পারসদের আর কোন খেলা নেই। সপ্তাহের মাঝামাঝিতে ইউরোপীয়ান শীর্ষ লিগ থেকে বিদায় নেওয়ার পরে পোচেত্তিনো দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ব্যাপারে বেশ চিন্তিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই কোচকে হতাশ হতে হয়নি।

যদিও সফরকারীদের জন্য ম্যাচের শুরুটা মোটেই ভালো হয়নি। চার মিনিটের মধ্যে লুইস কুকের থ্রু বল থেকে লিস মোসেটের বাড়ানো পাসে স্টানিসলাস গোল করতে ব্যর্থ হলেও টটেনহ্যামের রক্ষণভাগের দুর্বলতা দারুনভাবে চোখে পড়েছে। যদিও গোলরক্ষক হুগো লোরিস এগিয়ে আসলে তাঁর মাথার উপর দিয়ে স্টানিসলাসের লফটেড শট বারে লেগে ফেরত আসে। তিন মিনিটের মধ্যে আর শেষ রক্ষা হয়নি। এ্যাডাম স্মিথের ক্রসে স্টানিসলাসই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। ২৯ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের রাইট উইং ক্রস থেকে কেইনের গোল অফ-সাইডের কারণে বাতিল হয়ে যায়। পাঁচ মিনিট পরে এই তারকা স্ট্রাইকার বোর্নমাউথ গোলরক্ষক আসমির বেগোভিচের সাথে ধাক্কা লেগে মাঠ ত্যাগ করলে চিন্তিত হয়ে পড়ে স্পারস শিবির।

যাহােক, দলের সর্বোচ্চ গোলদাতাকে হারিয়ে নতুন উদ্দীপনায় যেন ম্যাচে ফিরে আসে স্পারসরা। মিনিট খানেক পরেই কেইনের পরিবর্তে মাঠে নামা এরিক লামেলার বাড়ানো বল থেকে অরিয়ারের লা ক্রসে আলি ম্যাচে সমতা ফেরান। এটি ছিল এবারের মৌসুমে আলির ১০ম গোল।

বিরতির আগ পর্যন্ত নিজেদের ধরে রেখেছিল বোর্নমাউথ। কিন্তু বিরতির পরে পোচেত্তিনোর দলকে মোকাবেলা করার কৌশল জানা ছিলোনা স্বাগতিকদের। ৬২ মিনিটে সন মৌসুমের ১৭তম গোল করে দলকে এগিয়ে দেন। অল্পের জন্য সনের গোলটি অফ-সাইড হয়নি। এই গোলে সনকে সহায়তা করেছেন আলি। ৮৭ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় সন নিজের দ্বিতীয় গোল করলে টটেনহ্যামের জয় নিশ্চিত হয়। কিয়েরান ট্রিপারের ক্রস থেকে অতিরিক্ত সময়ে অরিয়ার দলের পক্ষে চতুর্থ গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

Loading...