loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আর্নল্ড শোয়ার্জনেগারের অস্ত্রোপচার


আর্নল্ড শোয়ার্জনেগারের অস্ত্রোপচার

হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের হার্ট-সার্জারি হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গত ২৯ মার্চ এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এজন্য লেগেছে কয়েক ঘণ্টা। বিনোদনমূলক ওয়েবসাইট টিএমজেড-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, শোয়ার্জনেগারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। অস্ট্রিয়ান-আমেরিকান এই অভিনেতার অস্ত্রোপচারটি মূলত শরীরের ক্যাথেটার ভালভ প্রতিস্থাপনের পূর্বনির্ধারিত প্রক্রিয়ার অংশ। ত্রুটিপূর্ণ ভালভ পুনরুদ্ধারের জন্য ১৯৯৭ সালে প্রথমবার এই পদ্ধতি স্থাপন করা হয় শোয়ার্জনেগারের শরীরে।

৭০ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্নরের মুখপাত্র বলেছেন, ‘‘অপারেশন টেবিলে যাবার আগে শোয়ার্জনেগার রসিকতা করে বলেন, আমি ফিরে আসবো’’। আর অপারেশন শেষে জ্ঞান ফেরার পর তার প্রথম কথা ছিল ‘‘আমি ফিরে এসেছি’’। ‘দ্য টার্মিনেটর’, ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘কমান্ডো’, ‘দ্য রানিং ম্যান’, ‘টোটাল রিকল’সহ অসংখ্য দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন শোয়ার্জনেগার।

Loading...