loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বাজারে এলো আরএফএল এর এলিট ও পপুলার কিচেন সিংক


বাজারে এলো আরএফএল এর এলিট ও পপুলার কিচেন সিংক

এলিট ও পপুলার নামে দুটি নতুন মডেলের কিচেন সিংক বাজারে নিয়ে এসেছে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিডেট - আরএমআইএল। বুধবার (১১ এপ্রিল) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে পণ্য দুটির মোড়ক উন্মোচন করেন আরএমআইএল এর প্রধান পরিচালন কর্মকর্তা তাকবির রহমান।

নতুন এলিট ও পুপলার মডেলের এই কিচেন সিংকগুলো দেশে উৎপাদিত প্রথম ইলেকট্রো পলিসড কিচেন সিংক - যা দেখতে মসৃণ ও মরিচা প্রতিরোধক। এলিট ও পপুলার মডেলের বিভিন্ন আকারের কিচেন সিংক ১,৯২০-২,৯০০ টাকায় পাওয়া যাবে।

অনুষ্ঠানে আরএমআইএল-এর অপারেশন ম্যানেজার রাশেদ মাহমুদ বলেন, বর্তমানে আরএফএল এর নতুন দুটি মডেলসহ পাঁচ ধরনের বিভিন্ন সাইজের কিচেন সিংক রয়েছে। এসব কিচেন সিংকে শতভাগ স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়। এছাড়া আরএফএল কিচেন সিংকের বোল গভীর হওয়ায় পানি ছিটে আসে না এবং চারপাশ ‘ডাবল স্টেপ ডিজাইন’ ও ঢালু ড্রেন হওয়ায় সিংকের কোনায় পানি জমে না।

আরএমআইএল-এর জেনারেল ম্যানেজার (বিপণন) চৌধুরী ফজলে আকবর বলেন, বর্তমানে আরএফএল-এর কিচেন সিংক সর্বনিম্ন ৯,৮০ টাকা থেকে সর্বোচ্চ ২,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা আরএফএলএল-এর বেস্টবাই, ইজি বিল্ড, মেটাল হাউজ ও আরএফএল-এর সকল ডিলার পয়েন্ট থেকে এসব কিচেন সিংক কিনতে পারবেন।

অনুষ্ঠানে ব্র্যান্ড ম্যানেজার আশরাফুল আলমহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...