loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিক প্রতিযোগিতা


চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিক প্রতিযোগিতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আগামী ১১ ও ১২ মে ‘এক্সপেডিশাস-১৮’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুয়েটের রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন (আর.এম.এ) এবং চুয়েট ফ্যাব্রিকেশন ল্যাবরেটরি (ফ্যাব ল্যাব)-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ভবনে পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। 

এবারের প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে ক্যাড-ও-ম্যানিয়া (Cad-O-Mania), রোবো প্রাস (Robo-Pras), ক্ল্যাশ অফ বট্স (Clash of Bots), মেক-অ্যা-থোন (Make-A-Thon) প্রভৃতি। এছাড়া শিল্পকারখানায় অটোমেশন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। 

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট পুরস্কার থাকছে এক লক্ষ ৩০ হাজার টাকা।  www.rmabd.org/expeditious-18 এই ঠিকানায় গিয়ে প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে এতে অংশগ্রহণ করা যাবে। 

নিবন্ধনের শেষ সময় ১ মে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...