loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অর্ধ মিলিয়ন ডলার দাম উঠেছে বব ডিলানের গিটারের


অর্ধ মিলিয়ন ডলার দাম উঠেছে বব ডিলানের গিটারের

গায়ক, গীতিকবি বব ডিলানের ব্যবহৃত একটি গিটারের নিলামে মূল্য উঠেছে প্রায় অর্ধ মিলিয়ন মার্কিন ডলার। ফেন্ডার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট কর্পোরেশনের তৈরি ফেন্ডার টেলিকাস্টার গিটারটির মালিক ছিলেন ডিলানের দলের গিটারিস্ট কানাডিয়ান সঙ্গীত শিল্পী ও গীতিকার রোবি বরার্টসন। ১৯৬৫ সাল থেকে ডিলান, এরিক ক্লাপটন ও জর্জ হ্যারিসন গিটারটি ব্যবহার করেছেন। জুলিয়ান্স অকশান হাউজ শনিবার এ-তথ্য জানিয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থার।

নিলাম কর্তৃপক্ষ আশা করেছিলো গিটারটির মূল্য ৪ থেকে ৬ লাখ ডলারের মধ্যে হবে। যাহোক, এটির দর উঠেছে ৪ লাখ ৯৫ হাজার ডলার।

শনিবারের নিলামে জর্জ হ্যারিসনের প্রথম ইলেকট্রিক গিটারের দাম উঠেছে ৪০ হাজার ডলার, ১৯৬৮ সালে এলভিস প্রিসলির জন্য তৈরি ফেন্ডার টেলিকাস্টারের মূল্য উঠেছে ১,১৫,২০০ ডলার। এলভিস প্রিসলির আইটেমগুলোর দাম এখনো চড়া। ১৯৭২ সালে হাওয়াইয়ে কনসার্টে পরা জমকালো এলভিস বেল্ট বিক্রি হয়েছে ৩,৫৪,৪০০ ডলারে।

বব ডিলানের গিটারটি ফোক সঙ্গীত থেকে রক সঙ্গীতে শৈল্পিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে প্রকাশিত সংবাদে বলা হয়েছে। 

Loading...