loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রিয়াঙ্কা চোপড়া


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রিয়াঙ্কা চোপড়া

মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখলেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার (২১ মে) বিকেল ৪টায় টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রিয়াঙ্কা। জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে এসেছেন। শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১০ মিনিট অবস্থান করেন প্রিয়াঙ্কা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সোমবার সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩৫ বছর বয়সী এই ‘কোয়ান্টিকো’ তারকা। সেখান থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। ইনানীর একটি পাঁচ তারকা মানের হোটেলে উঠেছেন পি.সি.।

মঙ্গলবার (২২ মে) সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর তিনি বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বুধবার (২৩ মে) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা।

বৃহস্পতিবার (২৪ মে) তিনি কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।

Loading...