loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

৩৮তম ও ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা


৩৮তম ও ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

আগামী ৩ অগাস্ট ৩৯তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। ৮ অগাস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। মঙ্গলবার (২৯ মে) সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মধ্যে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, ৩৮তম বিসিএস-এর প্রিলিমিনারিতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন, যাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য। 

৩৮তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩শ’ জন ও পুলিশে ১শ’ জনসহ মোট ২ হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েব ঠিকানায়: www.bpsc.gov.bd

Loading...