loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

গায়ক আসিফ গ্রেপ্তার


গায়ক আসিফ গ্রেপ্তার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (৫ জুন) দিবাগত রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে ঢাকায় তাঁর অফিস থেকে গ্রেপ্তার করে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, শফিক তুহিন সোমবার তেজগাঁও থানায় মামলাটি করেছেন। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

আসিফকে বুধবার (৬ জুন) সকালে আদালতে নেওয়া হবে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

আসিফের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে। এতে বলা হয়েছে, কয়েকজন গায়কের অনুমতি ছাড়াই বেশ কিছু গানের ডিজিটাল কপি বিক্রি করেছেন আসিফ। সেই সঙ্গে ফেসবুক লাইভে এসে তিনি শফিক তুহিনকে হুমকি ও তাঁর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।

Loading...