loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

পাঠাও এখন নারায়ণগঞ্জে


পাঠাও এখন নারায়ণগঞ্জে

বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও লিমিটেড নারায়ণগঞ্জে তাদের কার্যক্রম শুরু করেছে। এর ফলে এখন থেকে এই নগরীর মানুষের যাতায়াত আরো সহজ হবে। পাঠাও-এর সেবার মাধ্যমে মোটরবাইক আরোহীরা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন।

নারায়ণগঞ্জবাসীর জীবনধারণ আরো সহজ করতে পাঠাও অ্যাপ-এ পর্যায়ক্রমে আরো এলাকা যুক্ত হবে। এর ফলে খুব শিগগিরই নারায়ণগঞ্জজুড়ে গ্রাহক ও রাইডাররা এই সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

পাঠাও-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জে সকল রাইডারদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যেন তাঁরা দেশের সর্বোচ্চ আয় করার এই দারুণ প্ল্যাটফর্মে যুক্ত হন। সম্প্রতি নারায়ণগঞ্জ নগরীতে শুরু হয়ে গেছে পাঠাও-এর কার্যক্রম এবং এই সপ্তাহে চালু হচ্ছে ট্রেনিং সেন্টার ও ওয়াক-ইন-সাপোর্ট।

পাঠাও-এর রাইড শেয়ারিং সার্ভিস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, টঙ্গী এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকার মধ্যে চালু আছে। ভবিষ্যতে যাতায়াতের সুবিধার্থে দেশের অন্যান্য স্থানেও পাঠাও-এর সেবা চালু হবে।

পাঠাও বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা প্রযুক্তিভিত্তিক স্টার্ট আপ। দেশের কাঠামোগত বিভিন্ন সমস্যার মোকাবেলায় প্রতিষ্ঠানটি গড়ে তুলছে বাস্তবমুখী সমাধান। সর্ববৃহৎ ই-কমার্স ডেলিভারি কোম্পানি ও অন্যতম জনপ্রিয় রাইড-শেয়ারিং পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পরে পাঠাও এখন চালু করেছে খাবার ডেলিভারি সেবা। এই সেবাগুলাে এখন পাওয়া যাচ্ছে একই প্ল্যাটফর্মে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...