loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

হেলিকপ্টারে বাড়ি পাঠাচ্ছে ‘পাঠাও’


হেলিকপ্টারে বাড়ি পাঠাচ্ছে ‘পাঠাও’

ঢাকা থেকে এবার উড়িয়ে বাড়ি নিয়ে যাবে ‘পাঠাও’! বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ তাদের সেবা গ্রহনকারী তিনজনকে এবারের ঈদে হেলিকপ্টারে করে বাড়ি পৌঁছে দেবে। ১০ দিনে ১০ বারের বেশি ২৫ হাজার অ্যাপ ব্যবহারকারীর মধ্যে থেকে তিনজন বিজয়ী হয়েছেন। এই তিন গ্রাহককে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে যাচ্ছে ‘পাঠাও’।

সম্প্রতি গুলশানে ‘পাঠাও’-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘পাঠাও’-এর হেলিকপ্টারে বাড়িতে পৌঁছানোর ‘উঠাও’ ক্যাম্পেইনে বিজয়ীর নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস, ভাইস-প্রেসিডেন্ট কিশোয়ার হাশেমী, আহমেদ ফাহাদ, এইচআর ডিরেক্টর সিফাত আদনান, মাকেটিং ম্যানেজার সৈয়দা নাবিলা মাহবুব ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‘উঠাও’ ক্যাম্পেইনে বিজয়ী তিনজন হলেন, আবু বক্কর সিদ্দিক (ঠাকুরগাঁও)। আরশাদ পাপ্পু ও নূর উদ্দিন তাহসিন। এঁদের দু’জনের বাড়িই চট্টগ্রামে। বিজয়ীরা হেলিকপ্টারে সঙ্গী হিসেবে আরেকজনের নেওয়ার সুযোগ পাবেন।

‘পাঠাও’ কর্মকর্তারা জানান, ‘উঠাও’ ক্যাম্পেইন ছিলো ১০ দিনের। পহেলা রমজান থেকে ১০টির বেশি যারা রাইড নিয়েছেন তাঁদের মধ্যেই লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে যাঁদের নাম উঠে আসে ফেইসবুক লাইভ থেকে যোগাযোগ করে তাঁদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে ‘পাঠাও’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস জানান, মানুষের যাতায়াত সহজ ও দ্রুত করার চিন্তা করে ‘পাঠাও’। এই চিন্তা থেকে ‘উঠাও’ ক্যাম্পেইন ঘোষণা করা হয়েছিলো।

মোটরসাইকেল ও কার রাইড শেয়ারিং ছাড়াও পার্সেল ও খাবার ডেলিভারি করছে এই অ্যাপ। সম্প্রতি চালু করা হয়েছে ‘পাঠাও পে’।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...