loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আফগানিস্তানের টেস্ট অভিষেক


আফগানিস্তানের টেস্ট অভিষেক

বিশ্বের দ্বাদশ দেশ হিসেবে বৃহস্পতিবার (১৪ জুন)  টেস্ট অভিষেক হচ্ছে আফগানিস্তানের। ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানরা। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে টেস্টটি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

গত বছরের জুনে একাদশ ও দ্বাদশ দেশ হিসেবে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ইতোমধ্যে টেস্ট অভিষেক হয়েছে আইরিশদের। গত ১১ মে নিজেদের মাঠ ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামে আয়ারল্যান্ড। বাংলাদেশের ১৮ বছর পরে কোন দেশের টেস্ট অভিষেক ঘটলো।

সম্প্রতি ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। তাই বেশ ফুরফুরে মেজাজেই বিশ্বের এক নম্বর দল ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।

নিজেদের প্রথম টেস্টটি স্মরণীয় করে রাখার ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর স্টানিকজাই। তিনি বলেন, ‘‘সত্যি আমাদের দারুণ একটি দিন সামনে আসছে। আমরা টেস্টটি স্মরণীয় করে রাখতে চাই। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।’

Loading...