loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত


শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

বরাবরের মতোই এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বাংলাদেশের বৃহত্তম ঈদ-জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ এই ঈদগাহে ঈদ-উল-ফিতর-এর ১৯১তম জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। খবর স্থানীয় গণমাধ্যমের।

দুই বছর আগে ঈদুল ফিতরের নামাজ শুরুর আগে এই ঈদগাহের বাইরে জঙ্গি হামলার ঘটনাকে মাথায় রেখে এ-বছরও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শোলাকিয়ায় ঈদের জামাত নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো এলাকা। র‌্যাব, এপিবিএন, বিজিবি ও জেলা পুলিশের সদস্যবৃন্দ নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

ঈদের দিন মাঠের ভেতর-বাইরে সহস্রাধিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়। পুরো মাঠে উপর থেকে নজরদারি করা হয়। আটটি ওয়াচ টাওয়ারের মাধ্যমে আগতদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। মাঠ ও এর আশপাশে পাঁচ প্লাটুন বিজিবি ও ২শ’ এপিবিএন মোতায়েনসহ নিরাপত্তাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেছেন।

বিভিন্ন সূত্র অনুয়ায়ী, ১৮২৮ সালে এই মাঠে প্রথম একসঙ্গে সোয়া লাখ মুসলিম ঈদের নামাজ আদায় করেন। সেই সোয়া লাখ থেকে এই ঈদগাহ মাঠের নামকরণ হয় সোয়া লাখিয়া, যা কালক্রমে হয়েছে শোলাকিয়া।

এই জামাতে নামাজ আদায় শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Loading...