loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ


ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

পবিত্র ঈদ-উল-ফিতর-এর ছুটি শেষ। এবার কর্মস্থলে ফেরার পালা। আবার শুরু হবে ব্যস্ততা। অন্য বছরগুলোর মতো এবার ঈদের ছুটি লম্বা ছিলো না, ছিলো মাত্র তিনদিন। আবার মাঝে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) পড়ে যাওয়ায় এক হিসেবে ছুটি ছিলো শুধু একদিন (রবিবার)। ফলে আজ সোমবারই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সোমবার সকাল থেকে লঞ্চ, ট্রেন ও বাসে করে দেশের নানান প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। অবশ্য রাজধানী আসল চেহারায় ফিরতে আরো সময় লাগবে। কেননা অনেকেই ঈদের সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে এখনও ঈদআনন্দে মেতে আছেন।

ঈদ-উল-ফিতর-এর নির্ধারিত ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা ও বেসরকারি প্রতিষ্ঠান। আজ ভোর থেকেই ঢাকার রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে পৌঁছাতে থাকেন বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা। যাত্রীর সংখ্যা এখনো কম থাকলেও আগামী দুই-এক দিনের মধ্যে এই সংখ্যা অনেক বাড়বে বলে মনে করছেন পরিবহন কর্তৃপক্ষ।

Loading...