loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ


নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার (১৮ জুন) বলা হয় আগামী ২৫ জুন বিকেলে তাঁকে জেনারেল পদে উন্নীত করা হবে। এরপর, তিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বলা হয়, আজিজ আহমেদকে তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সেনাপ্রধান আজিজ বর্তমান সেনাপ্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক-এর স্থলাভিষিক্ত হবেন।

লেফটেন্যান্ট জেনারেল আজিজ ২০১২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে, কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক বাহিনীর জিওসি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আগামী ২৫ জুন এক বছরের অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর)-এ যাবেন।

Loading...