loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডেনমার্ক-অস্ট্রেলিয়ার ম্যাচ ড্র হলো


ডেনমার্ক-অস্ট্রেলিয়ার ম্যাচ ড্র হলো

ফুটবল বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বৃহস্পতিবার (২১ জুন) ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফলে দুইটি খেলা শেষে একটি জয় ও একটি ড্র’তে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-টেবিলের শীর্ষে উঠলো ডেনমার্ক। দুইটি খেলায় একটিতে হার ও একটি ড্র’তে এক পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

নিজেদের আগের ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারে অস্ট্রেলিয়া। অন্যদিকে পেরুর বিপক্ষে একমাত্র গোলে জয় পায় ডেনমার্ক। তাই শেষ ষোলোতে যাওয়ার জন্য জয় ছাড়া কােন পথ খোলা ছিলো না সকারুদের। কিন্তু সামারা এরিনাতে শুরুতেই ধাক্কা খায় তাঁরা। ম্যাচের ৭ মিনিটে নিকোলাই জার্গেনসেনের পাস থেকে বাঁ-প্রান্ত দিয়ে গোল করে ক্রিস্টিয়ান এরিকসেন ডেনমার্ককে এগিয়ে দেন।

পিছিয়ে পড়ে বল দখলে নেওয়ার চেষ্টা করে অস্ট্রেলিয়া। মধ্যমাঠের দখল নিয়ে ডেনমার্ককে চেপে ধরে দ্রুত সাফল্যের মুখ দেখে সকারুরা। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান মিলে জেডিনাক। ১-১ সমতা নিয়ে ম্যাচের বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে গোলের ভালো সুযোগ পেয়েছিলো ডেনমার্ক। ৫১ মিনিটে প্রথম গোলের সহযােগী জার্গেনসেনের পাস থেকে গোলমুখে শট নিতে ব্যর্থ হন পিয়োনে সিস্টো। ২০ মিনিট পরে গোলের সুযোগ নষ্ট করে অস্ট্রেলিয়াও। ড্যানিয়েলে আরজানির কাছ থেকে বল পেয়ে বাঁ-পায়ে শট নিয়েছিলেন অ্যারন মুই। কিন্তু তাতে গোল হয়নি।

পরবর্তী সময়ে গোলের বেশ কিছু সুযোগ হারায় উভয় দলই। শেষ পর্যন্ত এক পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অস্ট্রেলিয়া ও ডেনমার্ককে।

আগামী ২৬ জুন মস্কোতে ফ্রান্সের মুখোমুখি হবে ডেনমার্ক। সোচিতে পেরুর বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া।

Loading...