loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকায় আসছে ‘বনি এম’!


ঢাকায় আসছে ‘বনি এম’!

সত্তর দশকের সাড়া জাগানো পপ গানের দল ‘বনি এম’ এবার ঢাকায় আসছে। আগামী ১৩ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অফ ফেইম’-এ দলটি সঙ্গীত পরিবেশন করবে। ’বনি এম’-এর এই সঙ্গীত-সন্ধ্যার আয়োজন করছে ঢাকার বেসরকারি প্রতিষ্ঠান ‘ক্রেইন্স’। দলটির বাংলাদেশের পরিবেশনার শিরোনাম দেওয়া হয়েছে ‘বনি এম লাইভ ইন ঢাকা’। সন্ধ্যা সাতটা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী দলটি সঙ্গীত পরিবেশন করবে।

সারাবিশ্বে জনপ্রিয় এই গানের দলের পুরনাে ও নতুন প্রজন্মের শিল্পীরা বাংলাদেশের সঙ্গীতপ্রিয় মানুষের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

এ-পর্যন্ত ‘বনি এম’-এর আটটি গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। প্রথম অ্যালবাম ‘টেক দি হিট অফ মি’ প্রকাশিত হয়েছিলো ১৯৭৬ সালে। দলটির সর্বশেষ অ্যালবাম ‘আই ডান্স’ তিন দশক আগে ১৯৮৫ সালে প্রকাশ পায়। বনি এম-এর বর্তমান সদস্য চারজন। এর মধ্যে তিনজন নারী। বর্তমানে দলের প্রধান হচ্ছেন লিজ মিশেল।

জানা গেছে, আগামী ৭ জুলাই এই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে। টিকেটের দাম রাখা হয়েছে, ৪ হাজার ৫০০, ৩ হাজার ৫০০ ও ২ হাজার টাকা।

Loading...