loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • রাসায়নিক গুদাম সরাতে সহযোগিতার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

  • বেসিস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সফটএক্সপোর যৌথ আয়োজক

আমারি ঢাকার আমায়াতে ইন্টারএক্টিভ কিচেন কনসেপ্ট


আমারি ঢাকার আমায়াতে ইন্টারএক্টিভ কিচেন কনসেপ্ট

গত ১ জুলাই থেকে রাজধানীর পাঁচতারকা হোটেল আমারি ঢাকার লেভেল ১৩তে অবস্থিত সিগনেচার রেস্টুরেন্ট আমায়া ফুড গ্যালারিতে শুরু হয়েছে ইন্টারএক্টিভ কিচেন কনসেপ্ট। পুরো জুলাই মাসে পর্যায়ক্রমে ইন্টারেক্টিভ চাইনিজ , জাপানিজ, থাই, ও ইটালিয়ান কনসেপ্ট চালু হবে।

আমারি ঢাকার অভিজ্ঞ শেফরা তাঁদের মুখরোচক সিগনেচার আইটেম পরিবেশন করবেন। খাবারগুলাে রান্না ও পরিবেশন করা হবে অতিথিদের সামনেই।

অতিথিদের পরিবেশন করা হবে ওয়েলকাম ড্রিংক ও এপিটাইজার। খাবার পরিবেশনে থাকবে আমারি ঢাকার অভিজ্ঞ দল।

উল্লেখ্য, এই অফার শুধুমাত্র ডিনারে উপভোগ করা যাবে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...