loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ষষ্ঠ দল হিসেবে তৃতীয়বার ফাইনালে খেলবে ফ্রান্স


ষষ্ঠ দল হিসেবে তৃতীয়বার ফাইনালে খেলবে ফ্রান্স

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ হারিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স। এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলো ফরাসিরা। অন্তত তিনবার ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দলগুলোর মধ্যে ষষ্ঠ দেশ ফ্রান্স। এর আগে এই কৃতিত্ব রয়েছে জার্মানি, ব্রাজিল, ইটালি, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস-এর।

জার্মানি (১৯৫৪, ১৯৬৬, ১৯৭৪, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ২০০২, ২০১৪) সর্বোচ্চ আটবার বিশ্বকাপের ফাইনালে খেলেছে। ব্রাজিল  খেলেছে সাতবার (১৯৫০, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২)। ছয়বার বিশ্বকাপের ফাইনাল খেলার স্বাদ নিয়েছে ইটালি (১৯৩৪, ১৯৩৮, ১৯৭০, ১৯৮২, ১৯৯৪, ২০০৬)। 

আর্জেন্টিনার ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে পাঁচবার (১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪)। ফ্রান্সের (১৯৯৮, ২০০৬, ২০১৮) মতোই তিনবার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস (১৯৭৪, ১৯৭৮, ২০১০)। 

নেদারল্যান্ডসই এখন পর্যন্ত একমাত্র দেশ যারা তিনবার ফাইনালে উঠে একবারও শিরােপা জিততে পারেনি।

Loading...