loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • নির্বাচনকালীন সরকারে থাকছেন না টেকনোক্র্যাট চার মন্ত্রী

  • ভোটের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই: সিইসি

  • রেকর্ড গড়ে মুশফিকুর রহিমের দ্বিশতরান

  • এসি মিলানকে হারালো ইউভেন্টাস

সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল-এর কোর সফটওয়্যার দেবে ইরা ইনফোটেক


সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল-এর কোর সফটওয়্যার দেবে ইরা ইনফোটেক

বাংলাদেশের অন্যতম সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ইরা ইনফোটেক লিমিটেড এবং সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল এন্ড ফাইন্যান্স লিমিটেড (সিভিসিএফএল) গত সােমবার (৯ জুলাই) একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী ইরা ইনফোটেক সিভিসিএফএলকে এনবিএফআই কোর সফটওয়্যার, লোন অরিজিনেশন, এইচআর এন্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম অন্যান্য সেবা প্রদান করবে।

চুক্তিতে সিভিসিএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান ও ইরা ইনফোটেক লিমিটেড-এর সিইও মো. সিরাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মোক্তাদীর হোসাইন, এসভিপি অ্যান্ড হেড অফ বিজনেস, মো. হোসাইন খান, ভিপি অ্যান্ড হেড অফ ট্রেজারি, মো. তানভীর হোসেন, ভিপি এন্ড হেড অফ ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস, মো. সাদিক আল-আনাম, এভিপি অ্যান্ড হেড অফ কর্পোরেট ফাইন্যান্স, মো. আনোয়ার হোসেন চৌধুরী, এভিপি অ্যান্ড হেড অফ আইটি এবং তৌহিদুল হক, সিটিও, এএসএম নুরুন নবী, হেড অফ বিজনেস, মো. আনোয়ার হোসেন, সিনিয়র এজিএম, জনাব মোহসিন কবির, এজিএম অ্যান্ড হেড অফ ব্যাংকিংসহ সিভিসিএফএল ও ইরা ইনফোটেক লিমিটেডের-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইরা সিভিসিএফএল কে কোর সফটওয়্যার, লোন অরিজিনেশন, এইচআর এন্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেমসহ অনান্য সলিউশন প্রদানের ফলে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে এবং এর বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা পূরণ হবে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...