loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অপেক্ষা এখন কাতার বিশ্বকাপের


অপেক্ষা এখন কাতার বিশ্বকাপের

একমাস বিশ্বকে কাঁপিয়ে শেষ হলো ‘রাশিয়া বিশ্বকাপ ২০১৮’। বিশ্বফুটবলের পরবর্তী জমজমাট লড়াই দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও চার বছর। ফুটবলপ্রেমীদের সুখবর জানিয়ে ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের দিন-তারিখ ঠিক করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

এবার রাশিয়া বিশ্বকাপে উদ্বোধনের জমকালো আয়োজন থেকে শুরু করে অসাধারণ সমাপনী অনুষ্ঠান দেখা গেছে। মাঠের নৈপুণ্যে দর্শকদের আনন্দ দিয়ে গেছেন প্রতিভাবান ফুটবলাররা। আবার কোনো দেশ অথবা তারকা তাঁর সমর্থকদের হতাশও করেছেন। নানা ঘটনা-অঘটনের মধ্যেই দুর্দান্ত খেলে শিরোপা জিতে নিয়েছে ফ্রান্স। ফাইনালে ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে ৪-২ গোলে ট্রফিতে চুমু খায় ফরাসিরা।

১৯৩০ সাল থেকে শুরু হওয়া প্রতিটি বিশ্বকাপই এর আগের আসরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। তেমনি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে ফুটবল আয়োজনকেও গুরুত্ব দিয়ে দেখছে ফিফা। কাতার কর্তৃপক্ষও নিঃসন্দেহে কোনো কিছুর কমতি করতে চাইবে না।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ২২তম সংস্করণ মাঠে গড়াবে ২০২২ সালের নভেম্বরের ২১ তারিখ, যা এক মাসের কম সময়ের ব্যবধানে ডিসেম্বরের ১৮ তারিখে শেষ হবে। আয়োজক সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য আটটি স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে, যা হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।

এদিকে ফুটবল বিশ্বকাপে আরও ১৬টি দল যোগ করার আশা আগেই প্রকাশ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানটিনো। তবে ২০২৬ সাল থেকে ৪৮ দলের এই ফরম্যাট চালু করার প্রস্তাব করেছেন তিনি। কিন্তু যেন তর সইছে ‍না ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতারের! মরুভূমির মাঝেই বিশ্বকাপের দল-সম্প্রসারণ চায় দেশটি। এর জন্য ফিফার সঙ্গে আলোচনাও শুরু করেছে দেশটি।

জানা গেছে, দোহা ও এর আশেপাশের আটটি স্টেডিয়ামেই হতে পারে ৪৮ দলের খেলা। এ-নিয়ে ফিফার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে কাতার।

- তথ্য ও ছবি: ওয়েবসাইট

Loading...