loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু


ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রেলের আগাম টিকেট বিক্রি হয়েছে। বুধবার (৮ অগাস্ট) সকাল ৮টায় প্রথম দিনের টিকেট বিক্রি শুরু হয় চলবে আগামী ১২ অগাস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে একযোগে টিকেট দেওয়া শুরু হচ্ছে বলে রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।

ঈদযাত্রায় প্রথম দিনের টিকেট প্রত্যাশীরা বুধবার ভোর ৩টা থেকে স্টেশনে আসতে শুরু করে। পরে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ টিকিট প্রত্যাশীদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে দেন। স্টেশন এলাকার গোপন ক্যামেরার মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করা হচ্ছে। কালোবাজারে টিকেট বিক্রি প্রতিরোধে রয়েছে র্যাবব, পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার বাহিনী তৎপর রয়েছে।

বুধবার (৮ অগাস্ট) দেওয়া হচ্ছে ১৭ অগাস্টের টিকেট। ৯ আগস্ট দেওয়া হবে ১৮ অগাস্টের টিকেট, ১০ অগাস্ট ১৯ অগাস্টের টিকেট, ১১ অগাস্ট ২০ অগাস্টের টিকেট ও ১২ অগাস্ট দেওয়া হবে ২১ অগাস্টের টিকেট।

একইভাবে আগামী ১৫ অগাস্ট থেকে ঢাকা ফেরত আসা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ১৬, ১৭, ১৮ ও ১৯ অগাস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ অগাস্টের টিকেট।

জানা গেছে, এবার প্রতিদিন কমলাপুর থেকে সারাদেশের উদ্দেশ্যে মোট ৬৬টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৩২টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস। টিকেট প্রত্যাশীদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, এনএসআই, ডিজিএফআই, আনসার সদস্যরা নিয়োজিত আছেন।

Loading...