loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সঞ্চয়পত্রের সুদহার এখনই কমছে না


সঞ্চয়পত্রের সুদহার এখনই কমছে না

একাদশ সংসদ নির্বাচনের আগে সঞ্চয়পত্রের সুদের হার কমছে না জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সম্প্রতি ব্যাংকের ঋণ ও আমানতের সুদহার কমানো হয়েছে। এজন্য সঞ্চয়পত্রের সুদহার যৌক্তিকীকরণ করা প্রয়োজন। সেটা করতেই অর্থ মন্ত্রণালয়কে প্রধান করে কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। কমিটি দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে। এরপর সুদহার চূড়ান্ত করা হবে। মঙ্গলবার (৭ অগাস্ট) সচিবালয়ে এ-সংক্রান্ত এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

অর্থমন্ত্রী বলেন, ৯ অগাস্ট থেকে ব্যাংক আমানতে ৬ ও ঋণে ৯ শতাংশ সুদহার কার্যকর হচ্ছে। এতে ব্যাংক আমানতে সুদহার থেকে সঞ্চয়পত্রে সুদহারে পার্থক্য বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে সুদহার কমাতে চায় সরকার। এ জন্য অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সমন্বয়ে কমিটি করা হয়েছে। কমিটি দুই মাসের মধ্যে রিপোর্ট দেবে। তবে রিপোর্ট যা-ই আসুক, নির্বাচনের আগে সুদহার কমানো হবে না। 

তিনি আরাে জানান, আগামী জানুয়ারি থেকে সঞ্চয়পত্র অধিদপ্তরের সব কার্যক্রম অটোমেশন হয়ে যাবে, যা ন্যাশনাল আইডির সঙ্গে সংযােগ থাকবে। কেউ নির্ধারিত সীমার বেশি সঞ্চয়পত্র কিনলেই ধরা পড়বে।

Loading...