loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বার্সেলোনার নতুন অধিনায়ক হলেন মেসি


বার্সেলোনার নতুন অধিনায়ক হলেন মেসি

নতুন ফুটবল মৌসুমে (২০১৮-১৯) আন্দ্রেস ইনিয়েস্তার স্থানে বার্সেলোনার অধিনায়ক মনোনীত হয়েছেন লিওনেল মেসি। জাভি হার্নান্দেজ কাতারে পাড়ি দেবার পরে ২০১৫ সাল থেকে বার্সেলোনা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইনিয়েস্তা। কিন্তু এবার গ্রীষ্মের শুরুতে জাপানিজ এ-লিগের ক্লাব ভিসেল কোবের পক্ষে চুক্তি করায় বার্সা ছেড়ে যান এই স্প্যানিশ উইঙ্গার। 

এর আগে অবশ্য ইনিয়েস্তার অনুপস্থিতিতে বেশ কয়েকবার বার্সেলোনাকে নেতৃত্ব দিয়েছেন ৩১ বছর বয়সী মেসি। কিন্তু আসন্ন মৌসুমে স্থায়ীভাবেই তাঁর কাঁধে উঠলো অধিনায়কের দায়িত্ব। বার্সেলোনার হয়ে সর্বকালের সর্বোচ্চ ৫৫২ গোল করা এই ফরোয়ার্ড ইতোমধ্যে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন। 

বার্সায় মেসির সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সার্জিও বাসকোয়েট। ইনিয়েস্তা ও মাশচেরানোর বিদায়ের কারণে উন্মুক্ত হয়ে যাওয়া তৃতীয় ও চতুর্থ অধিনায়কের পদটি পূরণ করবেন জেরার্ড পিকে ও সার্জি রবার্টো।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্যাটালান ক্লাবে যোগ দেবার পরে এই প্রথমবারের মতো সেন্টার-ব্যাক পিকে এই দায়িত্ব পেলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে বার্সাকে নেতৃত্ব দিয়েছেন রবার্টো। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ২০০৬ সাল থেকে বার্সেলোনায় আছেন। পেপ গার্ডিওলার অধীনে ২০১০ সালে অভিষেক হবার পর থেকে এ-পর্যন্ত ২০০টি ম্যাচে মূল একাদশে খেলেছেন তিনি।

চারজন অধিনায়কই ক্লাবের লা মাসিয়া যুব একাডেমি থেকে উঠে এসেছেন। একমাত্র পিকে সিনিয়র দলের হয়ে ক্যাম্প ন্যুর বাইরে গিয়ে ইউনাইটেড ও ধারে রিয়াল জারাগোজায় খেলেছেন।

Loading...