loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জামিন পেয়েছেন অভিনেত্রী নওশাবা


জামিন পেয়েছেন অভিনেত্রী নওশাবা

নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আটক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ অগাস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এই জামিন মঞ্জুর করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের। 

জানা গেছে, আগামী ধার্য তারিখ পর্যন্ত নওশাবার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ছুটির দিনেও খোলা থাকে ম্যাজিস্ট্রেট আদালত। ওই আদালতে নওশাবার জামিন চেয়ে আবেদন করা হলে বিকেলে এর উপর শুনানি হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নওশাবাকে জামিন দেন।

গত ৪ অগাস্ট ঢাকার উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পরে তাঁকে রিমান্ডে এনে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

৪ অগাস্ট বিকেলে এক ফেইসবুক লাইভে নওশাবা বলেন, রাজধানীর জিগাতলায় আন্দোলনরত একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা হয়েছে ও দুই শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। তবে, খোঁজ নিয়ে তাঁর দেওয়া এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

Loading...