loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিসিবি’র সঙ্গে চুক্তি বাতিল করলো রবি


বিসিবি’র সঙ্গে চুক্তি বাতিল করলো রবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তি বাতিল করেছে বেসরকারি মোবাইল সেবাদাতা কোম্পানি রবি। রোববার (২৬ অগাস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে ‘‘প্রাসঙ্গিকতা হারানোয়’’ সরে যাচ্ছে তাঁরা। কেন প্রাসঙ্গিকতা হারালো - তা অবশ্য ব্যাখ্যা করেনি রবি। এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবিও। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

২০১৭ সালের জুলাই থেকে ২০১৯-এর জুন পর্যন্ত বিসিবি’র সঙ্গে চুক্তি ছিলো রবির। এই চুক্তির আওতায় জাতীয় দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল ও নারী জাতীয় দলের পৃষ্ঠপোষকতা করছিলো প্রতিষ্ঠানটি। কিন্তু মেয়াদপূর্তির ১০ মাস আগেই সেটি বাতিল করলো তাঁরা।

বিবৃতিতে রবি আরাে  জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেটের প্রতি তাঁদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে তাঁরা কৃতার্থ থাকবে।

বিসিবি’র সঙ্গে প্রথমবার রবির চুক্তি হয় ২০১৫ সালে। তখন চুক্তি-মূল্য জানানো হয়নি। সেই চুক্তি শেষ হলে গতবছরও পৃষ্ঠপোষকতার সুুযােগ পায় রবি। এবারও টাকার অঙ্ক গোপন রাখা হয়। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আগেরবারের চেয়ে দ্বিগুণ অর্থ পেয়েছিলো বিসিবি।

রবি সরে দাঁড়ানোয় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় এশিয়া কাপের আগে নতুন পৃষ্ঠপোষক খুঁজতে হবে বিসিবিকে।

Loading...