loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সরে দাঁড়ালেন নাদাল, ফাইনালে ডেল পোর্টো


সরে দাঁড়ালেন নাদাল, ফাইনালে ডেল পোর্টো

যুক্তরাষ্ট্র ওপেনে দারুণ শুরু করা রাফায়েল নাদালের শেষটা হলো কষ্টের। সেমিফাইনালে পুরোনো হাঁটুর আঘাতের কারণে খেলার মধ্যেই সরে দাঁড়ালেন টেনিসের এই শীর্ষ পুরুষ তারকা। শেষ চারে তাঁর প্রতিপক্ষ হুয়ান মার্টিন ডেল পোর্টো ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচের বিপক্ষে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) আর্থার অ্যাশ স্টেডিয়ামে আর্জেন্টাইন ডেল পোর্টোর বিপক্ষে প্রথম সেটেই একবার চিকিৎসা নেন নাদাল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৭ গেমে হেরে যান। দ্বিতীয় সেটে ৬-২ গেমে পিছিয়ে থাকার সময় আবারও আঘাত পেলে আর খেলবেন না বলে জানিয়ে দেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদাল।

এদিকে অন্য সেমিফাইনালে জাপানের কেই নিশিকোরির বিপক্ষে জিতে রোববারের ফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ। ডেল পোর্টো দীর্ঘ নয় বছর পরে কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও জোকোভিচ টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন।

আগামী রোববার নারীদের ফাইনালে খেলবেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও জাপানের নাওমি ওসাকা।

Loading...