loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নেপালে যাত্রা শুরু করছে পাঠাও


নেপালে যাত্রা শুরু করছে পাঠাও

এবার নেপালে কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশের রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও। এই প্রথম বাংলাদেশের কোনো রাইড শেয়ারিং প্লাটফর্ম দেশের বাইরে তাদের পরিষেবা শুরু করতে যাচ্ছে বলে বুধবার (১২ সেপ্টেম্বর) পাঠাও-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, হুসেইন এম ইলিয়াস এবং শিফাত আদনানের যৌথ প্রয়াসে ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেক স্টার্টাপস।

পাঠাও-এর সিইও হুসেইন মো. ইলিয়াস জানিয়েছেন, পাঠাও এমন একটি প্লাটফর্ম তৈরী করেছে যেখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং বাংলাদেশের কয়েক লক্ষ গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে।

নেপালে ইতোমধ্যে নেপালে রাইডার অর্ন্তভুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে যাত্রা শুরু হবে। পাঠাও টিম সেখানে #MovingNepal স্লোগান নিয়ে নেপালের ইকোসিস্টেমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

পাঠাও-এর লিড মার্কেটিং ম্যানেজার সৈয়দা নাবিলা মাহবুব বিবৃতিতে বলেন, নেপালে ইতোমধ্যে তাঁদের অফিস ও কর্মী নেয়া হয়েছে। শুরুতে কাঠমুন্ডুতে বাইকে রাইড শেয়ারিং সেবা দেওয়া হবে।

Loading...