loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নায়ক সালমান শাহর ৪৭তম জন্মদিন


নায়ক সালমান শাহর ৪৭তম জন্মদিন

আজ ঢালিউড-রাজকুমার সালমান শাহর ৪৭তম জন্মদিন। তিনি বেঁচে থাকলে আজকের এই দিনটির প্রথম প্রহরের রঙ হতো অন্যরকম। ভক্তরা কেক, ফুলের তোড়াসহ অনেক কিছু নিয়ে ভিড় জমাতেন তাঁর বাড়ির সামনে। নিরাপত্তায় হয়তো ছুটে আসতে হতো আইনশৃঙ্খলাবাহিনীকে। কতো রাত অবধি-যে ভক্তরা দাঁড়িয়ে থাকতো - তা অনুমান করা কঠিন!

সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর। ১৯৮৫ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন শাহরিয়ার চৌধুরী ইমন (সালমানের আসল নাম)। এরপর তিনি কয়েকটি নাটকে অভিনয় করে আলোচিত হন। তাঁর চলচ্চিত্রে অভিষেক ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে। ফিল্মে এসে তাঁর নাম হয় সালমান শাহ।

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। মাত্র তিন বছরের ক্যারিয়ারে তিনি অবিস্মরণীয় জনপ্রিয়তা পেয়েছিলেন। একের পর এক সুপারহিট ও দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করে মাতিয়ে রাখেন নব্বই দশকের তিনটি বছর - যার রেশ কাটেনি এখনো। আর তাইতো বছর ঘুরে সালমান শাহর জন্মদিন এলেই তাঁর অগণিত ভক্তদের মনের কোণে কাজ করে অন্যরকম আবেগ। প্রিয় এই নায়কের স্মরণে ভক্তরা নানান আয়োজন করে। এবার সেই আয়োজনের পরিধি আরো বাড়ছে বলে জানা গেছে।

সালমান শাহ নেই ২২ বছর হলো। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চলচ্চিত্রপ্রেমীদের কাঁদিয়ে মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত হন এই ক্ষণজন্মা নায়ক।

Loading...