loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

মেসির হ্যাটট্রিকে পিএসভিকে উড়িয়ে দিয়েছে বার্সা


মেসির হ্যাটট্রিকে পিএসভিকে উড়িয়ে দিয়েছে বার্সা

লিওনেল মেসির হ্যাটট্রিকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ক্যাম্প ন্যুতে ডাচ ক্লাব পিএসভি এইনডোভেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে বার্সা। ম্যাচের অন্য গোলটি করেছেন ওসমানে ডেম্বেলে।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হলেও মঙ্গলবার ম্যাচের শুরু থেকে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি ক্যাটালান জায়ান্টরা। ৩১ মিনিটে ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে মেসি গোলের সূচনা করেন। কিন্তু দ্বিতীয় গোল পেতে ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। ওসমানে ডেম্বেলের দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এরপর ৭৭ ও ৮৭ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর রেকর্ড অষ্টম হ্যাটট্রিক।

৭৯ মিনিটে ম্যাচের দ্বিতীয় হলুদকার্ডে স্যামুয়েল উমতিতির মাঠ ত্যাগ স্বাগতিক দর্শকদের কিছুটা হলেও হতাশ করেছে। লালকার্ডের কারণে আগামী মাসে ওয়েম্বলিতে টটেনহ্যামের বিপক্ষে খেলতে পারবেন না এই ফরাসি ডিফেন্ডার। 

যাহোক, ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ডেম্বেলের গোলটিই জয়ের জন্য যথেষ্ট ছিলো, তবে রাতটা ছিলো মেসিময়। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে হতাশা করার পরে বার্সেলোনার অধিনায়ক হিসেবে মেসি আবারো নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন। ইতোমধ্যে লা লিগায় চার গোল, সব মিলিয়ে সাত গোল মেসিকে নিয়ে গেছে আরো উঁচুতে। 

বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেছেন, ‘‘কেউ যখন হ্যাটট্রিক করে তখন স্বাভাবিকভাবেই সে আলােচনায় চলে আসে। কিন্তু মেসি এটাকেই সাধারণ এক নিয়মে পরিণত করে ফেলেছে।’’

মেসি সবসময়ের মতো ভালো খেলার পরে দলের অন্যরাও ধারাবাহিক নৈপুণ্যই দেখিয়ে আসছে। এই ম্যাচে ফিলিপ কটিনিয়ো নিজেকে প্রমাণ করেছেন, ডেম্বেলে তাঁর জায়গা ও একইসাথে ছন্দ ফিরে পেয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জয় বার্সেলোনাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। 

২৩ সপ্তাহ আগে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা একটি ম্যাচের মাধ্যমে এই প্রতিযোগিতায় দারুণভাবে ফিরে এসেছিলো ইটালিয়ান ক্লাব রোমা, ফলে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিলো বার্সেলোনাকে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ একের পর এক ম্যাচে নিজেদের প্রমাণ করে টানা তৃতীয়বারের মতাে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে ইতিহাস সৃষ্টি করেছিলো।

মঙ্গলবার ম্যাচের আগে পিএসভি কোচ মার্ক ফন বোমেল বেশ ভালোভাবেই জানতেন ক্যাম্প ন্যুতে তাঁদের জন্য কি অপেক্ষা করছে। যদিও দলের খেলোয়াড়দের উপর আস্থা ছিলো তাঁর। বার্সেলোনার বিপক্ষে খেলোয়াড়দের অতি-অসাধারণ পারফরমেন্সই শুধু দলকে ইতিবাচক কিছু দিতে পারতো - যা খুব কম খেলোয়াড়ই দেখাতে পেরেছেন। 

তবে ব্যতিক্রম ছিলেন ২৯ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নিক ভিয়েরগেভার। যদিও পেনাল্টি অঞ্চলের বাইরে তাঁর করা ফাউলেই ৩১ মিনিটে ফ্রি-কিক আদায় করে নেয় বার্সা - যা থেকে মেসি দলকে এগিয়ে দেন। ২০১৮ সালে ফ্রি-কিক থেকে এটি মেসির অষ্টম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসভি কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলো। সুয়ারেজের দারুণ একটি চিপ পিএসভি গোলরক্ষক জেরোয়েন জোয়েটকে পরাস্ত করলেও ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। হারভিং লোজানোর জোরালো একটি শট জেরার্ড পিকে রুখে দেন। এরপর বার্সার তিনটি গোল এসেছে মাত্র ১৫ মিনিটের মধ্যে। 

- সূত্র: ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট

Loading...