loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘ডুব’


অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘ডুব’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯১তম আসরের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। বাংলাদেশের অস্কার প্রিভিউ কমিটি ২৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলেনের মাধ্যমে এই ঘোষণা দেয়। ছবিটির ইংরেজি নাম ‘নো রোজেস অফ বেড’। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিটি প্রথম অস্কারে বাংলাদেশ থেকে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। এরপর একই পরিচালকের ‘টেলিভিশন’ ছবিটিও পাঠানো হয়। দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করেন তিশা। ‘ডুব’ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সে হিসেবে ‘ডুব’ ফারুকী ও তিশার ৩ নম্বর ছবি হলেও অন্যদিকে দেশের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কোনো ছবি এবারই প্রথম বাংলাদেশ থেকে অস্কারে পাঠানোর জন্য বিবেচিত হয়েছে। তাই তো ফারুকী ও তিশার পাশাপাশি ভীষণ উচ্ছ্বসিত প্রযোজক আবদুল আজিজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নয় সদস্য বিশিষ্ট বাংলাদেশের অস্কার কমিটিসহ ‘ডুব’-এর প্রযোজক আবদুল আজিজ, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশা।

আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে দেওয়া হবে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডস। অস্কারের এই প্রতিযোগিতার আয়োজন করছে দি একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

Loading...