loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

১৯ বছরের রেকর্ড ভাঙ্গলেন মাহমুুদুল্লাহ-ইমরুল


১৯ বছরের রেকর্ড ভাঙ্গলেন মাহমুুদুল্লাহ-ইমরুল

চতুর্দশ এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে রোববার (২৩ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে তিন রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের অবদান সবচেয়ে বেশি। ৮৭ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যাওয়া দলকে টেনে তুলে সম্মানজনক সংগ্রহ এনে দেন এই জুটি।

ষষ্ঠ উইকেটে ১৫৩ বলে ১২৮ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ-ইমরুল। ১৯ বছরের রেকর্ড ভেঙ্গে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

এর আগে বাংলাদেশের পক্ষে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি ছিলো ১২৩ রানের। ১৯৯৯ সালের অক্টোবরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১২৩ রান করেছিলেন আল শাহরিয়ার রোকন ও খালেদ মাসুদ পাইলট। ঐ ম্যাচটি ৭৩ রানে জিতেছিলো ক্যারিবীয়রা।

Loading...