loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি পেলো বিএনপি


সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি পেলো বিএনপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার (৩০ সেপ্টেম্বর) সমাবেশ করার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। আজ সকালে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের। 

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের কথা থাকলেও সেটি রোববার করতে চেয়ে লিখিত আবেদন জানানো হয়েছিলো দলের পক্ষ থেকে।

গত সোমবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেন। পরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলন করে রিজভী জানান, বৃহস্পতিবারের বদলে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা হবে। অবশেষে অনুমতি পাওয়ায়, রোববারই (৩০ সেপ্টেম্বর) দলটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, দলের চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার “নিঃশর্ত’’ মুক্তি ও “সুচিকিৎসা’, “নির্দলীয় নিরপেক্ষ’’ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন “পুনর্গঠন’’, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনে সেনা মোতায়েন ইত্যাদি দাবি এই জনসভায় জানাবে ২০১৪ জাতীয় নির্বাচনে অংশ না-নেওয়া দলটি।

Loading...