loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট: সেমিফাইনালে বাংলাদেশ


অনূর্ধ্ব-১৯ ক্রিকেট: সেমিফাইনালে বাংলাদেশ

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সেমিফাইনালে উঠলো বাংলাদেশের যুবারা। মঙ্গলবার (২ অক্টোবর) ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ পাঁচ উইকেটে হারিয়েছে হংকংকে।

গ্রুপের অন্য ম্যাচে শ্রীলংকা ২৩ রানে পাকিস্তানকে হারানোয় বাংলাদেশের সেমিফাইনালে উঠা সহজ হয়ে যায়। তিন খেলায় সবগুলোতে জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিতে উঠলো শ্রীলংকাও। তিন খেলায় দুই জয়ে চার পয়েন্ট নিয়ে শেষ চারের টিকিট কাটে বাংলাদেশ। তিন খেলায় দুই পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে হংকংকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। স্বাগতিক বোলারদের বোলিং তোপে ৪৬.৫ ওভার ব্যাট করে ৯১ রানে অলআউট হয় হংকং। 

দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করে করেন কালহান চাল্লু ও অদিত গোরাওয়ারা। এছাড়া অধিনায়ক কবির সোধি ১৩ ও হারুন আরশেদ ১০ রান করেন। বাংলাদেশের রিসাদ হোসেন তিনটি, মৃত্যুঞ্জয় চৌধুরী-রাকিবুল হাসান দুইটি করে উইকেট নেন।

সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা ছিলো না বাংলাদেশের। অবশ্য ৯২ রানে জয়ের লক্ষ্যে শুরুটা ভালো ছিলো না জুনিয়র টাইগারদের। ৩০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসেন তাঁরা। তবে পঞ্চম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন আকবর আলী ও মাহমুদুল হাসান জয়। এই জুটির দৃঢ়তায় ম্যাচ জয়ের পথ সহজ হয়ে যায়।  

শেষ পর্যন্ত ১১.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে জয় অপরাজিত ৩২ ও আকবর ২৫ রান করেন। হংকং-এর পক্ষে নাসরুল্লাহ রানা ৩৯ রানে চার উইকেট নেন। 

এদিন ম্যাচ-সেরা হয়েছেন বাংলাদেশের রিসাদ।

Loading...