loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

পাকিস্তানের কাছে ৫৮ রানে হারলো বাংলাদেশ নারীদল


পাকিস্তানের কাছে ৫৮ রানে হারলো বাংলাদেশ নারীদল

চলতি টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের নারী ক্রিকেট দলের বিপক্ষে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশের নারীরা। পাকিস্তানের দেয়া ৮৯ রানের লক্ষ্য অতিক্রম করতে ৩০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

বুধবার (৩ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। এদিনও ভেজা আউটফিল্ডের কারণে খেলা ২০ ওভার থেকে ১৪ ওভারে নামিয়ে আনা হয়। সিক্ত মাঠ কাজে লাগনোর ভালো সুযোগ চলে আসে বাংলাদেশের সামনে। কিন্তু তাঁরা সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারেননি। সহজ লক্ষ্য পেয়েও হেরে গেছেন ৫৮ রানের ব্যবধানে।

পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৮৮ রান করে। বাংলাদেশের জন্য ওই রান তাড়া করা খুব কঠিন হবে বলে মনে হয়নি। বরং পাকিস্তানকে ৮৮ রানে বেধে রাখাটা ম্যাচ জয়েরই ইঙ্গিত দিচ্ছিলো। এছাড়া ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়, টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে ভালো খেলা - সবমিলিয়ে সালমা-রুমানারা ভালো করবে বলেই মনে হয়েছিলো।  

কিন্তু তাঁরা মাত্র ৩০ রানে অলআউট হয়ে গেলেন। ম্যাচটি ১৪ ওভারে নেমে এলেও পুরোটা ব্যাট করতে পারেননি তাঁরা। অলআউট হয়ে গেছেন সাত বল বাকি থাকতেই। বাংলাদেশের কোন খেলোয়াড় এই ম্যাচে ১০ রানের কোটায় যেতে পারেনি। সর্বোচ্চ নয় রান করেছেন রুমানা আহমেদ। বাকিরা ছয়, তিন, দুই কিংবা এক রানে ফিরে গেছেন। তিনজনের রান শূন্য।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়। আজ (৪ অক্টোবর) সিরিজের তৃতীয় এবং শনিবার (৬ অক্টোবর) চতুর্থ ম্যাচটি একই ভেন্যুতে হবে। এছাড়া আগামী সোমবার (৮ অক্টোবর) একমাত্র একদিনের ম্যাচটি হবে।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে খেলার সংবাদ মানেই ছিলো বাংলাদেশের জয়ের সংবাদ। ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে মাশরাফিদের ফাইনাল খেলা, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে বিদায় করে দেওয়া ও সেমিফাইনালে ওঠা। অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলারদের ভুটানে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭-০ গোলে বিধ্বস্ত করা। তাই অপেক্ষা ছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে কেমন করে - তা দেখার। এক্ষেত্রে অবশ্য দ্বিতীয় ম্যাচে হতাশই হতে হলো।

Loading...