loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের শিরোপা জিতলো বাংলাদেশ


সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের শিরোপা জিতলো বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে বাংলাদেশ। গত অগাস্ট মাসে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। তবে চাংলিমিথাং স্টেডিয়ামে রোববারের (৭ অক্টোবর) ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত দল হিসেবেই অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারীদল। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিলো নেপালকে।

ফাইনালে শুরু থেকেই বাংলাদেশ  প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তবে গ্রুপ পর্বে যতটা সহজে নেপালের গোলমুখে আক্রমণ হয়েছে, ফাইনালে তেমনটা হয়নি। ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে ছক কষলেও, ফাইনালে নেপালকে পায় মৌসুমি-মারিয়ারা। ফলে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়ে একের পরে এক আক্রমণ করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। তবে গোলের দেখা পায়নি প্রথমার্ধে।

বিরতির পরে প্রথম মিনিটে নেপালের দারুণ একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা। তিন মিনিট পরে মাসুরা পারভীনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। 

এরপর ব্যবধান বাড়ানোর জন্য বারবার প্রচেষ্টা চালান বাংলাদেশের নারীরা। ফলে বল বেশিরভাগ সময়ই ছিলো নেপালের গোল-সীমানায়। অন্যদিকে নেপালিরা মাঝে-মধ্যে বিক্ষিপ্ত আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন তাঁরা। এরপরে প্রায় সব ম্যাচেই দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। শিরোপা জেতার মঞ্চেও কোনো ভুল হয়নি। প্রায় সমান তালে লড়াই করতে থাকা নেপালিদের হারিয়েই ঘরে তুলেছে প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের শিরোপা।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বুট জিতেছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার আঁখি খাতুন।

Loading...